সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আইপিইউ’র ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১ এপ্রিল এ সম্মেলন শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালায়ের সভাকক্ষে এ সম্পর্কিত প্রস্তুতিমূলক সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সম্মেলনে আইপিইউভুক্ত দেশগুলোর স্পিকার ও সংসদ সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রস্তুতিমূলক সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এই সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরতে ঐতিহ্যবাহী বস্ত্র ও পাটজাত পণ্য, এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম, সোলার প্যানেল, আইসিটির অগ্রগতি, কমিউনিটি ক্লিনিক মডেল এবং মা ও শিশু স্বাস্থ্যে অগ্রগতি, বেসরকারি পর্যায়ে আড়ং, জামদানি, তাঁত, মসলিন, সিল্ক, সিরামিকের পণ্য, গার্মেন্ট লেদার, রেশমি, চুরি, মেটালের গহনা, পুতুল, বিভিন্ন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যসহ অন্যান্য দেশীয় পণ্য ও দ্রবাদি প্রদর্শনীর জন্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুনশি শফিউল হক, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজ, আবু হোসেন বাবলা, নজরুল ইসলাম বাবু, মো. সানোয়ার হোসেন, নাইমুর রহমান দুর্জয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।