১ এপ্রিল একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আগামী ১ এপ্রিল (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন বেলা ১১টায় শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২০ সালের ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।