
সংবাদদাতা এম এম সি মেহেদী হাসান : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা বাজারের জনতা যুব সোসাইটি স য় ও ঋনদান সমবায় সমিতি লিঃ নামে একটি এনজিও ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে গত ৪ বছর আগে ১২/১২/২০১৩ সালে বাগেরহাট সমবায় দপ্তর থেকে ৪০/বা জনতা যুব সোসাইটি স য় ও ঋনদান সমবায় সমিতি লিঃ নামে একটি এনজিও নিবন্ধন নিয়ে সাইনবোর্ড, পাস বই ও দপ্তারিক কাগজপত্র নিয়ে এলাকার অসহায় সহজ সরল নারী পরুষকে মাঠ কর্মী হিসাবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়ে যায়। এক পর্যায়ে স্থানিয় হত দরিদ্র নারী পুরুষকে জনতা যুব সোসাইটি সমবায় সমিতি লিঃ ঋনদান ও বেশি লাভের আশ্বাস দেখিয়ে সদস্য তৈরি করে স য় আমানাত ও এফ ডিআর আমানত গ্রহন করে।
স য় জমাদানকারী সদস্যরা ঋনের জন্য অফিসের কর্মকর্তা মারফাত আবেদন করলে আজ দেব কাল দেব বলে সদস্যদের হয়রানি করে। এফ ডিআর ভুক্ত সদস্যরা তাদের জমকৃত জমানতের টাকা লভ্যাংশ সহ ফেরত দেয়ার চাপ প্রয়োগ করলে জনতা যুব সোসাইটি স য় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইয়াসিন শেখ কাউকে না জানিয়ে রাতারাতি অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরের দিন মাঠ কর্মীরা অফিসে তালা লাগানো দেখে পরিচালোকের খোজ নিতে বাড়ীতে যায়। বড়ী না পেয়ে স্থানীয় সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে জনান।
সম্প্রতি সদস্যরা পরিচালকের খোজ খবর না পেয়ে মাঠ কর্মীদের উপর টাকা ফেরত দেওয়ার চাপ প্রোয়োগ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। কোন সমাধান না পেয়ে নিরুপায় হয়ে মাঠ কর্মী ফারজানা খাতুন, পিতা: লুৎফর রহমান, সাং-শিবনগর, উপজেলা: রামপাল, জেলা: বাগেরহাট সহ অফিসের কর্মরত ১৮ জন মাঠ কর্মী মিলে গ্রাহকদের স য় ও এফ ডিআর এর টাকা ফেরত দিতে পারে এই আশায় বাগেরহাট জেলা সমবায় দপ্তর, বাগেরহাট জেলা পুলিশ সুপার, র্যাব-৬, ঢাকা ডি আই জি ও সমবায়ের মন্ত্রনালয় বরাবর ২৬/০৯/ও ২৯/১০/২০১৭ ইং তারিখ সমিতির নির্বহি পরিচালকসহ ৭ জনের নাম উল্লেখ করে ২ টি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন জনতা যুব সোসাইটি স য় ও ঋনদান সমবায় সমিতি লিঃ ব্যবস্থপনা পরিচালক মৃত: কোমর উদ্দিন শেখ এর পুত্র (১) মোঃ ইয়াছিন শেখ, (২) মোঃ হারুন শেখ, মোঃ মোজাফ্ফার শেখ এর পুত্র (৩) আলমগীর হোসেন ওরফে (টিপু), (৪) জাহাঙ্গীর হোসেন, (৫) রেকসোনা বেগম, স্বামি ই্য়াসিন শেখ, গ্রাম: মাসকাটা, (৬) তানিয়া খাতুন, পিতা সাহেব আলী শেখ, গ্রাম: বেতাগা। পিতা মৃত: জহুরুল শেখ এর পুত্র (৭) জামাল হোসেন মুক্ত, গ্রাম: কচুয়া। এদের সকলের বাড়ী একই উপজেলায়। এর আগেও সেলফ্ ডিফেন্ডডেন্ড মাল্টি পারফাস সোসাইটি লিঃ ৩ বছর আগে ২ কোটি ৯৭ লক্ষ টাকা সহ বেস কয়েকটি এনজিও বিভিন্ন নামে বাগেরহাট সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে অফিস খুলে এলাকার সহজ সরল ও নিরীহ মানুষকে বিভিন্নভাবে প্রতারনার ফাদে ফেলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই বিষয়ে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকারী আইনী দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। তাই ক্ষতিগ্রস্থ অভিযোগকারীরা যাতে তাদের ন্যায্য পাওনা ফিরে পায় এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে যথাযথ সাস্তি পায় তার বিহীত ব্যবস্থার জন্য এলাকাবাসির জোরালো দাবি জানায়।