১ টনের বেশি হলেই লাইসেন্স নিতে হবে

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা ১ টনের বেশি চাল বা গমের ব্যবসা করতে চায় তাদের এ মাসের মধ্যেই লাইসেন্স নিতে হবে।

সোমবার সচিবালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘যারা ১ টনের বেশি চাল বা গম মজুত করতে চায় বা ব্যবসা করতে চায় তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নিতে হবে। যারা এ সময়ের মধ্যে লাইসেন্স না নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে চালের কোনো ঘাটতি নেই। চালের বাজার স্থিতিশীল। কিছু অসাধু ব্যবসায়ীরা চাল নিয়ে চালবাজি করার চেষ্টা করেছিল। কিন্তু সরকারের পদক্ষেপে চালের বাজার স্থিতিশীল রয়েছে।’