
ক্রীড়া ডেস্ক : আদিল রশিদের আগের বলেই চার মেরে লোকেশ রাহুল পৌঁছে গিয়েছিলেন ১৯৯ রানে। ইংলিশ স্পিনার পরের বলটি দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে। স্লো আর লোপ্পা একটা বল। আবার চার মারতে গেলেন রাহুল।কিন্তু মাঝ ব্যাটে হলো না, টপ-এজ। বল জমা পড়ল পয়েন্টে দাঁড়ানো জস বাটলারের হাতে।
রাহুল ব্যাট ছেড়ে দুই হাত মাথায় দিয়ে ক্রিজেই বসে পড়লেন। যেন তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে, ডাবল সেঞ্চুরি মিস করেছেন! ভারতের ড্রেসিংরুমের সামনে বিরাট কোহলি, অনিল কুম্বলেরা হতবাক। হতবাক গ্যালারির দর্শকরাও। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেলেন না রাহুল! এই একটি দৃশ্য ছাড়া চেন্নাই টেস্টের তৃতীয় দিনের পুরোটাই অবশ্য নিজেদের করে নিয়েছে ভারত।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ভারত রোববার তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৯১ রানে। ৬ উইকেট হাতে রেখে আর ৮৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
রাহুল ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ৩১১ বলে ১৯৯ রানের ইনিংসে চার মেরেছেন ১৬টি, ছক্কা ৩টি। এর মধ্যে অভিষিক্ত লিয়াম ডসনের পরপর দুই ওভারে হাঁকিয়েছেন বিশাল দুটি ছক্কা। কভার ড্রাইভ, সুইপ, রিভার্স সুইপে মেরেছেন চোখ ধাঁধানো সব চার। গড়েছেন বড় দুটি জুটিও। উদ্বোধনী জুটিতে পার্থিক প্যাটেলের সঙ্গে তুলেছেন ১৫২। করুন নাইরের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন ১৬১ রানের আরেকটি বড় জুটি।
বিনা উইকেটে ৬০ রান নিয়ে দিন শুরু করেছিলেন রাহুল ও পার্থিব। রাহুল ৩০ ও পার্থিব ২৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। দুজনই প্রথম ঘণ্টায় ফিফটি পূর্ণ করেন। লাঞ্চের আগে পার্থিব ৭১ রান করে মঈন আলীর বলে বাটলারকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ১৫২ রানের উদ্বোধনী জুটি।
৮৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া রাহুল বিরতির পরই সেঞ্চুরি পূর্ণ করেন ১৭১ বলে। তবে তার নতুন সঙ্গী চেতেশ্বর পূজারা বেশিক্ষণ তাকে সঙ্গ দিতে পারেননি। ২৯ বলে ১৬ রান করে বেন স্টোকসের বলে অ্যালিস্টার কুককে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান বিরাট কোহলিও ইনিংস বড় করতে পারেননি। ভারতীয় অধিনায়ক ২৯ বলে ১৫ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে কিটন জেনিংসকে ক্যাচ দিয়ে বিদায় নেন। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ২১১।
এরপরই চতুর্থ উইকেটে নাইরের সঙ্গে রাহুল গড়েন ১৬১ রানের জুটি। কিন্তু শেষ বিকেলে রাহুলের সেই ১ রানের আক্ষেপ। রাহুলের বিদায়ের পর মুরালি বিজয়ের সঙ্গে ১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন নাইর। ডানহাতি এই ব্যাটসম্যান ৭১ রানে অপরাজিত আছেন। ১৭ রানে অপরাজিত বিজয়।