১ লাখ টাকা অনুদান প্রদান করল লাইফওয়ে বাংলাদেশ প্রাঃ লিঃ

রেজাউর রহমানঃ মার্কেটিং রিপ্রেজেন্টিটিভ নিজামুল ইসলামের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে লাইফওয়ে বাংলাদেশ প্রাঃ লিঃ, সময় নিহতের পরিবারকে ১লাখ টাকা অনুদান প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন লাইফওয়ে বাংলাদেশ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান, ডি.এম. জনাব মোঃ মুকুল গাজী, জনাব মশিউর রহমান এ.ডি.এম ও প্রতিষ্ঠানের অনন্যা কর্মকর্তা-কর্মচারীরা ।