নিউজ ডেস্ক : হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়েছে।
স্কোর: ভারত ৪৭৭/৪
ব্যাটিং: বিরাট কোহলি (১৯১), ঋদ্ধিমান সাহা (৪)
আউট: আজিঙ্কা রাহানে (৮২), মুরালি বিজয় (১০৮), লোকেশ রাহুল (২), চেতেশ্বর পূজারা (৮৩)
মুশফিকের স্ট্যাম্পিং মিস: এমনিতেই ভারতীয় ব্যাটসম্যানরা কোনো সুযোগ দিচ্ছেন না। ভুলেও যদি সুযোগ দিয়ে থাকেন সেটাও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ! ৪ রানে থাকা ঋদ্ধিমান সাহা তাইজুল ইসলামের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন। বল গেল মুশফিকুর রহিমের হাতে। কিন্তু স্ট্যাম্প ভাঙতে পারলেন না টাইগার দলপতি। প্রথমবারে পারেননি, দ্বিতীয়বারে স্ট্যাম্প ভাঙলেও ততক্ষণে ঋদ্ধিমান সাহা ক্রিজের ভিতরে।
রিভিউ নিয়ে বাঁচলেন কোহলি: মিরাজের বল খানিকটা টার্ণ করে বিরাট কোহলির প্যাডে আঘাত করল। মিরাজের আবেদনে আঙুল তুলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। ১৮০ রানে থাকা কোহলি রিভিউয়ের আবেদন করলেন। রিপ্লেতে দেখা যায়, বলের সঙ্গে ব্যাটের কোনো সংযোগ ছিল না। বলের ইম্প্যাক্টও ভিতরে ছিল। কিন্তু বাড়তি টার্ণে বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত।
উড়ন্ত মিরাজের দূর্দান্ত ক্যাচ: তাইজুলের হাওয়ায় ভাসানো বল ড্রাইভ করেছিলেন ৮২ রান করা আজিঙ্কা রাহানে। বল চলে গেল শর্ট লেগে। একটু দূরে দাঁড়ানো মিরাজ বামদিকে ঝাঁপিয়ে বাঁহাতে বল তালুবন্দি করলেন। অবাক চোখে তাকিয়ে রইলেন রাহানে, বিরাট। উড়ন্ত মিরাজের দূর্দান্ত ক্যাচে থামল দুজনের ২২২ রানের জুটি। তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হলেন রাহানে।
‘ডাবল সেঞ্চুরি’: বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন দুইশ’ রানের জুটি গড়েছেন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত দুই ডানহাতি ব্যাটসম্যান স্কোরবোর্ডে ২০৯ রান জমা করেছেন।
কোহলির বিশ্বরেকর্ড: এক মৌসুমে সর্বাধিক টেস্ট রানের রেকর্ডটি এখন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। চলতি মৌসুমে ৯ ম্যাচে ১১৩২ রান করেছেন কোহলি। শীর্ষে উঠতে কোহলি পিছনে ফেলেছেন বীরন্দ্র শেবাগকে। ২০০৪-০৫ মৌসুমে ৯ ম্যাচে ১১০৫ রান করেছিলেন ভারতের প্রাক্তন এ ওপেনার।
কোহলির দেড়শ: ১৭০ বলে ১৫০ রানের স্বাদ পেলেন কোহলি। ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক। তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি তৃতীয়বারের মত দেড়শ রান অতিক্রম করলেন।
রাহানের হাফ-সেঞ্চুরি: ইনজুরি থেকে ফিরে এসে হাফ-সেঞ্চুরির দেখা পেলেন আজিঙ্কা রাহানে। সাকিবের ফুলটস বল মিড উইকেটে বাউন্ডারিতে পাঠিয়ে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।
প্রথম দিন ভারতের: হায়দরাবাদে প্রথম দিনটি ছিল ভারতের। ওভারপ্রতি ৩.৯৫ গড়ে রান করেছেন ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের আটঁসাঁট বোলিং কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
কোথায় থামবেন কোহলি? দ্যূতি ছড়িয়ে প্রথম দিন ১১১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান কোথায় গিয়ে থামবেন? গতবছর টেস্টে চারটি সেঞ্চুরি করে তিনটিকেই ডাবলে রূপ দিয়েছিলেন কোহলি। এ বছরের প্রথম সেঞ্চুরিটিকে আজ ডাবলে পরিণত করেন কিনা, সেটাই এখন দেখার!
সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ: প্রথম দিন বোলিংয়ে বেশি সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ১৩ ওভারে ৪৫ রান খরচ করে ছিলেন উইকেটশূণ্য। আজ সাকিবের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জ্বলে উঠলে জ্বলে উঠবে বাংলাদেশ।