২০১৩ সালের আমাদের একটি পানি নীতিমালা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৩ সালের আমাদের একটি পানি নীতিমালা হয়েছে। এটিকে বিধিমালসহ হালনাগাদ করা দরকার।

তিনি বলেন, এই হালনাগাদের মধ্য দিয়ে সুপেয় পানি নিশ্চিত করা, ভূ-গর্ভস্ত পানির সমস্যা মোকাবিলা করাসহ সব কিছুরই অন্তর্ভুক্ত করা উচিত। এ ছাড়া নদী দখল হয়ে যাচ্ছে এটি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘ওয়ার্ল্ড ওয়াটার ডে ২০১৮’ উপলক্ষে ঢাকা স্কুল অব ইকনমিসহ চারটি সংগঠনের যৌথ আয়োজনে এক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

মুনাফা বা বাণিজ্যের কথা চিন্তা করে নয়, দেশের স্বার্থ ও অর্থনীতির কথা চিন্তা করে পানি নিশ্চিত করার জন্য সামাজিক চাহিদার কথা চিন্তা করে রাষ্ট্রকেই এর ব্যবস্থা করতে হবে বলেও জানান ইনু।

তিনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ নদী ভারত প্রবাহিত হয়ে এসেছে। কিন্তু সে সব নদী ব্যবস্থাপনার জন্য আমাদের চুক্তি নাই বললেই চলে।

তিনি বলেন, আপনারা দুই দেশ ভাগ করলেন, তাহলে নদীর ভাগ দেবেন না? নদীর ভাগ না দিলে তো নদীর পানি দূষিত করলে বা না থাকলে পানি পাওয়া যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, শুধু আমাদের সঙ্গে পদ্মার চুক্তি আছে। উজান থেকে আশা সব নদীর নাব্যতা নিশ্চিত করার জন্য ভারত, নেপাল, ভুটানের সঙ্গে ইতিবাচক কূটনীতিক চর্চা করে চুক্তিতে আবদ্ধ হতে হবে এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী অর্ধেক অর্ধেক ভাগ হবে। এ ছাড়া গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনায় পানির অববাহিকাকে ব্যবস্থাপনার জন্য সমন্বিত প্রকল্প তৈরি করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনমির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান।