২০১৬ সালের শ্রেষ্ঠ ছবির ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক

ক্রীড়া ডেস্ক : ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, দেশটির ক্রীড়াজগতের জন্যও বড় একটি সুখবর। ২০১৬ সালের শ্রেষ্ঠ ছবির অস্কার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।

দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রকাশিত ৩৩৬ ছবির এই বড় তালিকায় স্থান পেয়েছে ভারতের আরো একটি বায়োপিক ‘সরবজিৎ’।

আগামী ২৪ জানুয়ারি অস্কারের মনোনয়নের তালিকায় ঠাঁই পেতে লড়াই করবে এই ৩৩৬টি ছবি। ৩৩৬টি ছবির প্রত্যেকটিকেই লস অ্যাঞ্জেলসের যেকোনো বাণিজ্যিক হলে প্রদর্শন করানো আবশ্যক।

ধোনির জীবন নিয়ে তৈরি ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। ফক্স স্টার স্টুডিওর ব্যানারে তৈরি হওয়া ছবিটি পরিচালনা করছেন নিরাজ পান্ডে। ধোনির ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

মুক্তি পাওয়ার পরেই সাড়া ফেলে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এখন দেখার বিষয় ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মনোনয়নের তালিকায় এই ধোনির বায়োপিকের ঠাঁই হয় কি না।