২০১৬ সালের সেরা পারফর্মারদের নাম ঘোষণা করেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য ২০১৬ সালের সেরা পারফর্মারদের নাম ঘোষণা করেছে আইসিসি। ২০১৬ সালে আইসিসির বিভিন্ন বিভাগে অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম নিচে দেওয়া হল।

আইসিসি পারফরম্যান্স অব দ্য ইয়ার: কার্লোস ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)

আইসিসির বর্ষসেরা উদিয়মান ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

আইসিসির সহযোগী দেশের বর্ষসেরা ক্রিকেটার : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)

আইসিসি স্প্র্রিট অব ক্রিকেট : মোহাম্মদ মিসবাহ উল হক (পাকিস্তান)

আইসিসির বর্ষসেরা আম্পায়ার (ডেভিড সেপার্ড ট্রফি): মারাইস এরাসমাস

এছাড়া আইসিসির ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি’ জেতেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই অ্যাওয়ার্ড পেয়ে অশ্বিন স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পাশে নাম লেখালেন তিনি। দ্রাবিড় ২০০৪ ও শচীন ২০১০ সালে বর্ষসেরার পুরস্কার জেতেন। একই সঙ্গে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও উঠে অশ্বিনের হাতে। ১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬’র মধ্যে পাওয়া ভোটে সেরা নির্বাচিত হন অশ্বিন।