নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে পারিবারিক কলহ, ধর্ষণ, যৌতুকের দায়সহ বিভিন্ন ঘটনায় দেশে ১ হাজার ৪১৫ জন নারী নির্যাতনের স্বীকার হয়েছেন।
বাংলাদেশ হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের (এইচআরএসসি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশে পারিবারিক কলহের নির্যাতনে ৪০৯টি ঘটনায় ২৮৯ নারী নিহত হয়েছেন। আত্মহত্যা করেছেন ৫৪ জন। আহত হয়েছেন ৬৬ জন। ধর্ষণের শিকার হয়েছেন ৭৩৯ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৯ জনকে। যৌতুকের জন্য নির্যাতনে ২২৭টি ঘটনায় নিহত হয়েছেন ১৫০ জন, আত্মহত্যা করেছেন ৫ জন এবং আহত হয়েছেন ৭২ জন নারী। এসিড নিক্ষেপের ৩৫টি ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ৩৯ জন নারী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে দেশে অপহরণ হয়েছে ৩৯৭ জন, অপহরণের পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৮৯ জনকে এবং অপহরণের পর লাশ উদ্ধার করা হয়েছে ৭৩ জনের।
২০১৬ সালে ৭২৩টি সহিংস হামলার ঘটনায় নিহত হয়েছে ৬৪৭ জন, আহত হয়েছে ৬৭৩ জন এবং গুলিবিদ্ধ ১১৪ জন। গণপিটুনির ১১১টি ঘটনায় নিহত হয়েছে ১০৪ জন। বিভিন্ন স্থান থেকে পুলিশ ৩৬১ জন পুরুষ, ১৪৭ জন নারী এবং ২২৯ জনের অজ্ঞাত লাশ উদ্ধার করে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬৯টি হামলার ঘটনায় ২৮ জন বাংলাদেশি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।