নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন-২০১৬’ এর প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২০১৬ সালে সারা দেশে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত এবং ১৫ হাজার ৯১৪ জন আহত হয়। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট হতাহত হয়েছে ২১৯৬৯ জন। হাত, পা বা অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছে ৯২৩ জন।’
তিনি আরো বলেন, ‘২০১৬ সালে ১ হাজার ৬৩টি বাস, ১ হাজার ১৮৭টি ট্রাক ও কার্ভার্ড ভ্যান, ৫৯৭টি হিউম্যান হলার, ৬৪৯টি কার জিপ মাইক্রোবাস, ৯৭৩টি অটোরিকশা, ১ হাজার ৪৪৯টি মোটরসাইকেল, ১ হাজার ১৯০টি ব্যাটারিচালিত রিকশা, ৮৬৩টি নছিমন-করিমন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৮০৩ জন ছাত্রছাত্রী, ২৩৩ জন শিক্ষক, ৬১ জন সাংবাদিক, ৬৩ জন চিকিৎসক, ৫২ জন আইনজীবী, ৭৫ জন প্রকৌশলী, ৪৩৮ জন শ্রমিক, ২৯৪ জন চালক দুর্ঘটনার শিকার হয়েছেন।’
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন যোগাযোগ সচিব মাহবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, পিএসসির প্রাক্তন চেয়ারম্যান ইকরাম আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী প্রমুখ।