২০১৭ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে আজ থেকে

ক্রীড়া ডেস্ক : ২০১৭ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে আজ থেকে। শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত ১০ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকে রুমানা-সালমাদের প্রতিপক্ষ অচেনা পাপুয়া নিউগিনি।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলীয় অধিনায়ক রুমানা আহমেদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

এ প্রতিবেদন লেখাপর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভার শেষে ৪ উইকেটে ১৪৯ রান।

বাংলাদেশ দল : শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা ইসলাম, ফারজানা হক, রুমানা আহমেদ (অধিনায়ক), নিগার সুলতানা (উইকেটরক্ষক), সালমা খাতুন, শায়লা শারমিন, খাদিজা-তুল-কুবরা, জাহানারা আলম ও পান্না ঘোষ।

এদিকে বাছাইপর্বের মূলমঞ্চে মাঠে নামার আগে রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে আইরিশ মেয়েদের ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুমানা আহমেদের দল।