২০১৭ সালের মধ্যে ফোরজি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে ২০১৭ সালের মধ্যে ফোরজি নেটওয়ার্ক চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০১৭ সালের মধ্যে আমরা ফোরজি নেটওয়ার্ক চালু করব। বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইন্টারনেট চালু করায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে।’

digtal2

শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণে আমরা এগিয়ে চলেছি। কিন্তু এ স্বপ্ন পূরণের পথে যেন অনাকাঙ্ক্ষি বাধা না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ইন্টারনেটের ফলে কিছু সাইবার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে অপরাধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাওয়া ভবনকে ঘিরে যে ঘুষ বাণিজ্যের সৃষ্টি হয়েছিল, আমরা তা বন্ধ করেছি। তেমনি সাইবার অপরাধও বন্ধ করা হবে।

তিন দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক দেশের সবচেয়ে বড় এ আয়োজনের পর্দা নামবে আগামী শুক্রবার।