
এস.এম,মনির হোসেন জীবন: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, চলতি বছরের ২০ আগষ্ট সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ২০১৮ সালের হজ চুক্তি অনুসারে বাংলাদেশের হজ যাত্রীর কোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৮জন। সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটার সংখ্যা ৬ হাজার ৭৯৮জন। বেসরকারী ব্যবস্থাপনায় কোটার সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। ১৫ আগষ্ট পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৮৬৮জন হজ যাত্রী মহান আল্লাহর রহমতে নিরাপদে হজ করতে সৌদি আরব পৌছেঁছেন। তারা মক্কা ও মদীনা শরীফে এবাদত বন্দিগী অতিবাহিত করছেন।
ধর্মমন্ত্রী আরো বলেন, সৌদি দূতাবাস হতে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ভিসা ইস্যু করা হয়েছে ১ লাখ ২৬হাজার ১৮৩ জনের। তার মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৬হাজার ৭৮৪জন এবং বেসরকারী ১ লাখ ১৯ হাজার ৩৯৯জন। শুধু মাত্র ভিসার জন্য আবেদন করেনি ৬০৬জন।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ অফিসে তৃতীয় হলায় কনফারেন্স রুমে অনুষ্টিত প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব কথা বলেন।
এসময় সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো: আনিছুর রহমান, যুগ্ন সচিব ড. মোয়াজ্জেম হোসেন,আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হাব মহাসচিব শাহাদাৎ হোসেন তসলিম এসময় উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, তবে, অল্প সংখ্যক হজযাত্রীর ভিসার জন্য আবেদন করেননি। গুরুতর অসুস্থতা, মৃত্যু ও এজেন্সী সমূহের অনাগ্রহের কারণে এসকল হজযাত্রী ভিসার জন্য আবেদন করেননি। এক্ষেত্রে সরকারের কিছু করার ছিল না।
তিনি আর ও বলেন, এবছর সরকার ও ধর্মমন্ত্রনালয়ের পক্ষ থেকে হজ এজেন্সী গুলোর সাথে সার্বক্ষনিক ভাবে যোগাযোগ রক্ষার মাধ্যমে সকল প্রকার বাধা অতিক্রম করার চেষ্টা করেছি। হজযাত্রীরা যেন নির্বিঘেœ হজে যেতে পারেন সেজন্য এজেন্সী গুলোকে রদারকির মধ্যে রাখা হয়েছে।
ভুয়া রিপ্রেসমেন্ট ও ভুয়া রেজিষ্ট্রেশন হজ এজেন্সীর বিরুদ্বে হুশিয়ারী উচচারণ করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বিষয়টি অনলাইনে আবেদন করার ৩ মাস আগে জানতে সরকারের পক্ষ থেকে এবিষয়ে ব্যবস্থা নিতে পারতাম।
হজ পালন শেষে দেশে ফিরে অল্প সংখ্যক হজ এজেন্সী আছে এবং যাদের বিরুদ্বে অভিযোগ রয়েছে এবং যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস প্রদান করেন ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন,আজ জাতীয় শোক দিবস। শোক দিবসে আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা তার দেখানো পথে অবিচল থাকবো। তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যার।
তিনি আর ও বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলংকময় অধ্যায়। মুক্তিযুদ্বে পরাজীত গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের শিকার হয় বাঙ্গালী জাতি। ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা। বুলেটের আঘাতে নির্মম ভাবে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল,শেখ জামাল ও শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল শহীদদেরকে আজ শ্রদ্বার সাথে স্বরণ করছি।
মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ জুলাই ২০১৮ রাজধানীর আশকোনা হজ অফিসে হজের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। ১৫ আগষ্ট পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৮৬৮জন হজ যাত্রী মহান আল্লাহর রহমতে নিরাপদে হজ করতে সৌদি আরব পৌছেঁছেন। তারা মক্কা ও মদীনা শরীফে এবাদত বন্দিগী অতিবাহিত করছেন।
ধর্মমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, যারা এখন ও বাংলাদেশ থেকে হজ করার জন্য সৌদি আরবে যেতে পারেননি সেসব হাজীরা আগামী ১৭ আগষ্টের মধ্যে সৌদি আরবে পৌঁছবেন। আগামী ২৭ আগষ্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০১৮।
সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো: আনিছুর রহমান সাংবাদিকদেরকে বলেন, চলতি বছর এখন পর্যন্ত হজ পালনে মোট ১৭৭ জনের মৃত্যু হয়েছে। ১০ হাজার ৭০৮জন গুরুতর আহত ও অসুস্থ হয়েছে। অন্যান্য নিয়ে আরও ১০জন হজ যাত্রী মারা গেছেন।
তিনি আরো বলেন, চলতি বছর হজ পালনে ৫২৮টি হজ এজেন্সী হজ যাত্রীদের জন্য কাজ করেছেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো: আনিছুর রহমান সাংবাদিকদেরকে বলেন, ইতি মধ্যে একটি হজ এজেন্সীরকে শোকজ করা হয়েছে। আজ তার বিরুদ্বে চিঠি দিয়ে ইস্যু করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন,আজ পর্যন্ত হজ পালন উপলক্ষে ১৯টি বাংলাদেশ বিমান ও একটি সৌদি বিমান সহ মোট ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল ও পরশু হজ যাত্রীদের বিমান আছে। বাকী হজ যাত্রীরা সকলে সৌদিতে যেতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত¡াবধানে হজ ব্যবস্থাপনাকে আমরা সর্বোচচ অগ্রাধীকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচিছ। সকলের সহযোগিতায় এবার হজের কার্যক্রম সুন্দর ভাবে সম্মন্ন করতে পেরেছি। হজ যাত্রীদের কোন অসুবিধা হয়নি। আশা করছি, হজ যাত্রীরা সুন্দর ভাবে হজ পালন করে নিরাপদে দেশে ফিরে আসবেন। ইনশাআল্লাহ।