২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন

 টাঙ্গাইল : সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

তিনি বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এক যোগে কাজ করতে হবে।

টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যাদের নির্বাচন কমিশনে নিয়োগ দেবেন, তাদের  আওয়ামী লীগ সাদরে গ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সার্বিক সহযোগিতা করবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে গত ২০১৪ সালের নির্বাচনে যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত মায়ের কোল খালি করেছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে তারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়। দেশের শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রেমন আরেং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ।