বিশেষ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের চামড়া শিল্পে ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
বুধবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চতুর্থ ‘লেদারটেক বাংলাদেশ ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ‘লেদারটেক বাংলাদেশ ২০১৬’-এর আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশের (সিওইএল) চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুর, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্ট ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের (আইএফসিওএমএ) প্রেসিডেন্ট বিপিন শেঠ, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি শাখাওয়াত হোসাইন বেলাল, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ মাহিন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলইএফএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহীন, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দগোপাল এবং টিপু সুলতান ভূঁইয়া।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৩, ৪ এবং ৫ নম্বর হলে বৃহস্পতিবার লেদারটেক বাংলাদেশ-২০১৬ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী শেষ হবে ৫ নভেম্বর। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু তৈরি পোশাক শিল্প খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে। বাকিটা আসবে অন্যান্য পণ্য রপ্তানি থেকে। চামড়াসহ অন্যান্য পণ্য রপ্তানিতে সরকার নগদ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হচ্ছে। এটাকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে যা যা করা দরকার, তা সবই করা হবে। বর্তমানে চামড়াজাত দ্রব্য রপ্তানিতে ১৫ শতাংশ হারে নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত শিল্পপ্রতিষ্ঠান থেকে ক্রাস্ট ও ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে ৫ শতাংশ হারে রপ্তানি ভর্তুকি দেওয়া হচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, চামড়া আমাদের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে আগামীতে চামড়া রপ্তানি অনেক বাড়বে। সরকার প্রযুক্তি পণ্য, ওষুধ, ফার্নিচার, জাহাজ, কৃষিজাত পণ্য রপ্তানির ওপর বিশষ গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া সরকার অপ্রচলিত পণ্য রপ্তানিতে উৎসাহ দিচ্ছে। দেশের রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকার বাস্তবসম্মত সব ধরনের সহযোগিতা দেবে। চামড়া শিল্পকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানের চামড়াজাত পণ্য উৎপাদনে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। সেখানে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথি হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, চামড়া শিল্প উদীয়মান একটি খাত। এটি ভবিষ্যতে আরো বিকশিত হবে। কারণ, আমাদের সে ধরনের সক্ষমতা আছে। চামড়া শিল্পে নির্ধারিত কর কাঠামো কোনো ধরনের অসামঞ্জস্য থাকলে তা বাস্তবভিত্তিক করা হবে।
লেদারটেকে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৫টি দেশ- ভারত, চীন, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান এবং হংকংয়ের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিশ্বের সর্বাধুনিক ট্যানিং লেদার, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য ও এ সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।