২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ হবে উন্নত দেশ

এম এ হান্নান, ভোলা থেকে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে এদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তিত হয়েছে এবং আগামী ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ একটি উন্নত মধ্যম আয়ের দেশে পরিনত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছে প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভোলার লালমোহনে লানিং এন্ড আর্নিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের মধ্যে যে কোনদিন বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এ বিএনপি যত কথাই বলুক তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহন করবে। এ সময় তিনি নির্বাচনকে সামনে রেখে আ’লীগ নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহব্বান জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি সরকার আমলের সমালোচনা করে বলেন, সে সময়ে ভোলাতে কোন উন্নয়ন হয়নি হয়েছে লুটপাট আর আ’লীগ দমনের রাজনীতি। তাদের কারনে কোন নেতাকর্মী এলাকায় থাকতে পারেনি, এমনকি আমার গাড়ির উপরও হামলা চালানো হয়েছে।
২০০১ সালের নির্বাচনে ভোলা-৩ আসন থেকে প্রতিপক্ষ মেজর হাফিজের চেয়ে ১৭ হাজার ভোট বেশেী পেয়েও ষড়যন্ত্রভাবে হারানো হয়েছে বলেও যোগ করে বাণিজ্যমন্ত্রী।


বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী। দেশে এখন গ্রামের অনেক উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে। এখন আর কুড়ে ঘর নেই। মানুষের অর্থনৈক উন্নয়ন হয়েছে যোত করেন তিনি।
‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে হবে হাতিয়ার এ স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে এ মেলা শুরু হয়।
ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের চীফ হুইফ আসম ফিরোজ,  তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।


তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রত্যান্ত অ লে একেকজন ছেলে-মেয়ে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সুযোগ্য ডিজিটাল নাগরিক হিসাবে যেন গড়ে উঠতে পারে।  এ প্রজম্ম  যেন হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইউরোপ আমেরিকা ও জাপানের বড় বড় কোম্পানিতে আউট সোর্সিং করতে পারে সেইভাবেই আমরা আমাদের কর্মসূচী গ্রহন করেছি।
তিনি বলেন, এক সময় মোবাইলফোন অনেক দামী থাকলেও বর্তমান সরকারের আমলে অনেক সহজলব্য হয়েছে।
মেলায় তথ্য প্রযুক্তি নির্ভর অধশতাধিক স্টল প্রদর্শন হয়েছে। প্রদর্শন করা হয় ভ্রাম্যমান ডিজিটাল বাস প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ১৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আইটি প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ ও ল্যাবটপ বিতরন করা হয়।