২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।

জাতির জনক যেমনটি চেয়েছেন, বাংলাদেশকে সেই জায়গায় নিতে বদ্ধ পরিকর সরকার। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশ থেকে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। ৫০ বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি সেটাই বড় কথা। আওয়ামী লীগ সরকার দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছে আর মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি গৃহহীনকে ঘর করে দেওয়ার কর্মসূচি অব্যাহত রয়েছে।

জাতির পিতার যে স্বপ্ন- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর- তা আওয়ামী লীগ সরকার পূরণ করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বলেন, করোনাভাইরাস এগিয়ে যাওয়ার পথে অনকেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও এই মহামারিকে নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকার সক্ষম হয়েছে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে সব ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা সেটা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি।