২০ লাখ টাকা প্রতারনা: বিএনপি নেতার নামে জিডি

এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর হরিরামপুর ইউনিয়ন পরিষদ তুরাগ থানার সাবেক ৫ নম্বর ওয়ার্ড এবং ডিএনসিসির বর্তমান ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও ব্যবসায়ী মো: মোবারক হোসেনের বিরুদ্বে ২০ লাখ টাকা প্রতারনার অভিযোগে তুরাগ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তুরাগ থানা আওয়ামী স্বেচছাসেবকলীগের সহসভাপতি মো: রফিকুল ইসলাম।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তুরাগ থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয় যে, তুরাগ থানার সাবেক ৫ নম্বর ওয়ার্র্ড বিএনপি সাবেক সভাপতি ও ব্যবসায়ী মো: মোবারক হোসেন তার আপন ফুফাতো ভাই রফিকুল ইসলামের কাছ থেকে ব্যবসায়ীর কথা বলে ২০ লাখ টাকা কৌশলে হাতিয়ে দেয়। পরবর্তীতে রফিকুল ইসলাম তার পাওয়া বাবদ ২০ লাখ টাকা চাইলে তার সাথে মোবারক হোসেন বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে। টাকা দেই দিচিছ বলে দীর্ঘ দিন ঘুরাতে থাকে। পরবর্তীতে তুরাগ থানা আওয়ামী স্বেচছাসেবকলীগের সহসভাপতি মো: রফিকুল ইসলাম তার পাওনা বাবদ ২০ লাখ টাকা সম্প্রতি বালু ব্যবসায়ী মোবারক হোসেনের কাছে চাইতে গেলে মোবারক নিজে এবং লোক মারফতে রফিকুল ইসলামকে দেখে নেবার হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে। এঘটনায় ঘটনার জের ধরে রফিকুল ইসলাম বাধ্য হয়ে মোবারক হোসেনের বিরুদ্বে ২০ লাখ টাকার প্রতারনার অভিযোগ এনে তুরাগ থানায় অবশেষে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার জিডি নম্বর- ১২৮৪। তারিখ-২৮-০৪-২০১৮ ইং। মোবারক হোসেনের পিতার নাম মৃত জদু মাতাব্বর। তুরাগের চন্ডাল ভোগ গ্রামে তার বাড়ি। পেশায় সে একজন বালু ব্যবসায়ী ও বিএনপি সমর্থিত স্থানীয় নেতা। এফ এস ফ্যাশন এর নামে ন্যাশনাল ব্যাংক উত্তরা হাউজ বিল্ডিং শাখা থেকে ০২৯৯৯৩০ নম্বর চেক থেকে ১০ লাখ টাকা ও একই ব্যাংকের অপর জৈনক আব্দুর রহমান নামে ০২৯৯৯৩০ নম্বর চেক থেকে আরো ১০ লাখ টাকাসহ দুইটি চেক থেকে সর্বমোট ২০ লাখ টাকা কৌশলে প্রতারনা করে হাতিয়ে নিয়ে পুরো টাকা আতœসাৎ করেছে মোবারক হোসেন। তুরাগ থানা আওয়ামী স্বেচছাসেবকলীগের সহসভাপতি মো: রফিকুল ইসলাম এর পিতার নাম মৃত মধু মিয়া। তুরাগের চন্ডাল ভোগ গ্রামে তার বাড়ি।


এবিষয়ে জানতে তুরাগ থানা আওয়ামী স্বেচছাসেবকলীগের সহসভাপতি মো: রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে সে জিডি কথা স্বীকার করেন। তিনি অভিযোগ করে বলেন, হরিরামপুর ইউনিয়ন পরিষদ তুরাগ থানার সাবেক ৫ নম্বর ওয়ার্র্ড বিএনপি সাবেক সভাপতি ও বালূ ব্যবসায়ী মো: মোবারক হোসেন তার কাছ থেকে ব্যবসার কথা বলে ২০ লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে। পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে হুমকী ও ভয়ভীতি দেখায়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন জানান, পাওনা টাকা নিয়ে এবিষয়ে থানায় একটি জিডি করেছে রফিকুল ইসলাম। যার জিডি নম্বর হলো- ১২৮৪। সেটি তদন্ত করে দেখা হচেছ।

এবিষয়ে জানতে হরিরামপুর ইউনিয়ন পরিষদ তুরাগ থানার সাবেক ৫ নম্বর ওয়ার্ড এবং ডিএনসিসির বর্তমান ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও ব্যবসায়ী মো: মোবারক হোসেনের মোবাইল নম্বরের একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী তুরাগ থানা আওয়ামী স্বেচছাসেবকলীগের সহসভাপতি মো: রফিকুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি), মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি’র কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আবিদ কামাল শৈবাল সহ ডিবি পুলিশ এবং আইনশৃংখলা বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।