
ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের কর্মহীন ২০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে দ্য সিটি ব্যাংক লিমিটেড।
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সারাদেশে অবস্থিত সিটি ব্যাংকের আটটি সেন্টারের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হবে। সিটি ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন ও ব্যাংক পরিচালনা পর্ষদের বড় অনুদানে এসব সামগ্রী কেনা হয়েছে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন বলেন, চার থেকে পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহের খাবার হিসেবে ১০ কেজি চালের সঙ্গে প্রয়োজনীয় ডাল, তেল, লবণ, আলু দেওয়া হবে।
করেনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ ছুটিতে বিপাকে পড়েছেন যারা দিন এনে দিন খায়। এখন তাদের কাজ বন্ধ। অনেকের ঘরে খাবার নেই। তাদের কথা চিন্তা করে সিটি ব্যাংক খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
মাসরুর আরেফিন বলেন, ‘এটা সত্যি যেদেশে যে পরিমাণ কর্মহীন অসহায় মানুষ আছেন সে তুলনায় এ ত্রাণ খুবই অপ্রতুল। এটি আমাদের প্রথম ধাপ। এটি অব্যাহত থাকবে। আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবো।’
এবিষয়ে সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গণসংযোগ এবং মিডিয়া বিভাগের প্রধান মির্জা ইয়াহিয়া বলেন, ব্যবস্থাপনা পরিচালকের তদারকিতে ত্রাণ বিতরণে কাজ করছেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। এছাড়া সিটি ব্যাংকের চেয়ারম্যান পারটেক্স স্টার গ্রুপের কর্ণধার আজিজ আল কায়সার সার্বিক তত্ত্বাবধায়ন করছেন।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে সিটি ব্যাংক। এছাড়া ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ের মুখে বসানো হয়েছে শরীরের তাপমাত্রা পরিমাপের প্রয়োজনীয় সরঞ্জাম। করপোরেশন সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় সিটি ব্যাংক বিভিন্ন সময় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।