২১ আগস্ট স্মরণে মন্ত্রিসভায় আলোচনা এবং শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত

সচিবালয় প্রতিবেদক : ২১ আগস্ট স্মরণে মন্ত্রিসভায় আলোচনা এবং শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এ প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিপরিষদের সভায় ২১ আগস্টের গ্রেনেড হামলার শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। সভায় ওই ভয়াবহ গ্রেনেড হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। যাদের মদদে নৃশংস এই হামলা সংঘটিত হয়েছিল, বৈঠকে তাদের প্রতি ঘৃণা, ধিক্কার ও নিন্দা জানানো হয় বলে জানান তিনি।