
বন্দর প্রতিনিধি: জনগন ও যান চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে সিএনজি,থ্রি-হুইলার ও অটোরিকশাসহ বিভিন্ন হাল্কা যানাবাহনের টোল উত্তোলনের দরপত্র বন্ধের দাবিতে ডিসি,এসপিসহ সিটি কর্পোরেশনের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
১৬ ফেব্রুয়ারী রোববার বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহাম্মেদসহ ২২ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের গণসাক্ষর সমেত অভিযোগ ওইসকল দপ্তরে দাখিল করা হয়। অভিযোগপত্রটিতে উল্লেখ করা হয়,আমরা বন্দর থানা ও ২২ নং ওয়ার্ডের সাধারণ জনগন। আমরা জীবিকা নির্বাজের এবং নিত্য প্রয়োজনে সড়কে যাতায়াতের সময় প্রতিনিয়তই লক্ষ্য করছি যে,২২নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার অলি-গলি ও মোড়গুলোতে সিটি কর্পোরেশনের নামে টিকিটের মাধ্যমে টাকা আদায় করছে। রাস্তায় দাড়িয়ে মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তারা টাকা আদায়ের কারণে ২২নং ওয়ার্ডের প্রতিটি স্থানেই প্রকটভাবে যানজট সৃষ্টি করে। এমনিতেই রাস্তাগুলোর প্রসস্ত কম তার উপরে এভাবে যান আটকে চাঁদাবাজীর কারণে ওইসকল রাস্তা দিয়ে চলাচল করাটাই দায় হয়ে পড়ে।
যানজটে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হওয়ায় তারা সময়মতো তাদের স্কুল-কলেজেও আসা-যাওয়ায় চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। অন্যদিকে এইসকল এসব চাঁদাবাজী নিয়ে প্রায় সময়ই চাঁদাবাজদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে লিপ্ত থাকতে যায়। এদের কারণে বন্দর খেয়াঘাট ও তার আশ পাশের এড়িয়াগুলোতে মারামারি,কোপাকুপি লেগেই থাকে এতে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় চরম সংশয় দেখা দেয়। ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তখন এসব চাঁদাবাজী বন্ধ করে দেয়াতে এলাকাবাসী ও সাধারণ জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছিল কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন অর্থবছরে ২২নং ওয়ার্ডে পুণরায় ইজারার দরপত্র আহবান করায় জনমনে ক্ষোভের সঞ্চার করছে। ২২নং ওয়ার্ডবাসী ও বন্দরের সর্বস্তরের জনসাধারণ বন্দর খেয়াঘাটসহ আশ পাশের এলাকায় টিকিটের মাধ্যমে চাঁদাবাজী অনতিবিলম্বে স্থায়ীভাবে বন্ধের অনুরোধ জানিয়েছেন।