২২ জুনের টিকিট বিক্রি আজ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য দ্বিতীয় দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার।

এ দিন ২২ জুনের টিকিট বিক্রি হচ্ছে। ঈদের আগে শেষ কার্যদিবস হিসেবে এ দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে রেলওয়ের কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে। এমনকি টিকিটপ্রত্যাশীদের লাইনও গতকালের তুলনায় অনেক দীর্ঘ।

মঙ্গলবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে ট্রনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে ভোর থেকেই টিকিট প্রত্যাশীরা কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন ধরে অবস্থান নিয়েছে।

প্রতি বছরের মতো এবারও সেহেরির পর থেকে লাইনে এসে দাঁড়িয়েছেন অনেকে। এর মধ্যে কেউ কেউ বলছেন, দিনে অফিস আছে, তাই যেন সকাল সকাল টিকিট কিনতে পাই, তাই সেহেরির পর এসেছিলাম। কিন্তু তখন থেকে দীর্ঘ লাইনে পড়েছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশনে একদিকে প্রতীক্ষা টিকিটের জন্য, অন্যদিকে হাতে টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী সাংবাদিকদের জানান, ঈদের অগ্রিম টিকিট পেতে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ যাত্রীরা তা পাবেন। যেকোনো অনিয়ম ঠেকাতে পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ করা হয়েছে।

তিনি আরো বলেন, একটি ট্রেনের ৬৫ শতাংশ টিকিট কাউন্টারে সাধারণ যাত্রীদের জন্য বিক্রি হয়। বাকি টিকিটের মধ্যে ২৫ শতাংশ বিক্রি হয় অনলাইনে, ৫ শতাংশ বিক্রি হয় ভিআইপিদের জন্য, আরো ৫ শতাংশ বিক্রি হয় রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য। তবে সব মিলিয়ে রেলে মোট টিকিটের ২৫ শতাংশ কোটায় রাখা হয়।

এ বছর কমলাপুর স্টেশন থেকে ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহনের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। থাকবে ১৪টি বিশেষ সার্ভিস। গতকাল সোমবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গতকাল বিক্রি হয় ২১ জুনের টিকিট। আজ বিক্রি হচ্ছে ২২ জুনের টিকিট।

আগামীকাল বুধবার বিক্রি হবে ২৩ জুনের টিকিট, বৃহস্পতিবার ২৪ জুনের টিকিট এবং শুক্রবার ২৫ জুনের টিকিট দেওয়া হবে।

আর ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে। ১৯ জুন বিক্রি হবে ২৮ জুনের টিকিট, ২০ জুন বিক্রি হবে ২৯ জুনের টিকিট, ২১ জুন বিক্রি হবে ৩০ জুনের টিকিট, ২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের টিকিট, ২৩ জুন বিক্রি হবে ২ জুলাইয়ের টিকিট।

প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে ২২ হাজার ১২২টি টিকেট দেওয়া হবে। এর মধ্য ২৫ শতাংশ মোবাইলে বিক্রির জন্য নির্ধারিত। ৫ শতাংশ ভিআইপি ও ৫ শতাংশ রেলের কর্মচারীদের জন্য নির্ধারিত।