নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২৪টি ককটেল, চাপাতি ও ছুরিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছয়জন ডাকাত বলে পুলিশ সন্দেহ করছে।
সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার রাতে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুরের বাড়ির সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো মো মনা, মো: রনি ওরফে মনির, মো: রাসেল, মো: বিল্লাল হোসেন ওরফে কালু, মো: ইব্রাহিম ও মো: আসাদ শেখ।
তাদের কাছ থেকে ককটেল, দুটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।