২৪শে গণ-অভ্যুত্থানের পর দেশ গঠনের ডাক: ঢাকা-১৮ এ জামায়াত প্রার্থীর গণমিছিল ও সমাবেশ

২৪শে গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার যে জাতীয় প্রয়াস চলছে, সেই মুহূর্তে এখনো নিহত ও আহতদের বাড়িতে কান্না-আহাজারি থামেনি, আহতরা বিছানায় কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী আশরাফুল হক।
‎শুক্রবার বাদ জুমা উত্তরা এলাকায় তাঁর নেতৃত্বে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে আশরাফুল হক বলেন, “দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দেখতে চায়। গত কয়েক মাস ধরে নানা সংস্কারের উদ্যোগ চলছে। জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ, সুন্দর সরকার ও সুন্দর পদ্ধতি উপহার দিতে চায়।”

‎তিনি আরও দাবি করেন, কেউ কেউ দেশের চলমান সংস্কার প্রক্রিয়া চায় না এবং নানাভাবে তালবাহানা করে একটি অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে আবার পিছিয়ে দিতে চাইছে। তবে দেশপ্রেমিক জনগণ সেই ষড়যন্ত্রকে রুখে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎আওয়ামী লীগের দোসররা জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “এই দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা এবং উন্নত ভবিষ্যৎ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে বদ্ধপরিকর। তাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন।”

‎গণমিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ করা যায়।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এর পরিচালনায় গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, দক্ষিণ খান উত্তরা থানা আমীর আবু সাঈদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, কামরুল হাসান প্রমূখ।

আজ বাদ জুমা উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণ মিছিল শুরু হয়ে জসীম উদ্দিনসহ উত্তরার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।