গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলায় এজহারভুক্ত আসামি রয়েছেন।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, ককটেল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


