২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ হাজার ১১৩ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এরপরও বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ১১৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ২৮৬ জন।

এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিল ৫ হাজার ৬৫৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭২ হাজার ৩৫৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৯২২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার ৬১৯ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৯৯০ জনের।