২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১২১ জন

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১২১ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬০৬ জন।

সোমবার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৪৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন। এখন মোট সুস্থের সংখ্যা দাড়াঁল ৯ হাজার ৩৯৭ জন।