
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার থেকে ২৪ ঘণ্টায় ১২ মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ১২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিমের মিডিয়া সেল যাবতীয় তথ্য জানিয়েছে।
করিমগঞ্জ থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাড়াইল থানা পুলিশ ১২৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। পাকুন্দিয়া থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ভৈরব থানা পুলিশ ৭৯৪ পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে। নিকলী থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
নয়টি মাদকের মামলায় ১২ জন গ্রেপ্তার হয়েছে। নিয়মিত মামলা ও প্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে।