
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম লন্ডনের নর্থ কেনসিংটনের গ্রীনফেল টাওয়ারে বুধবার অগ্নিকাণ্ডে মারা গেছে ১২ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে এর কারণ অনুসন্ধানে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে।
বিবিসি বুধবারের এক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ তলা এই ভবনটিতে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তকারীদের ছয়টি প্রশ্ন মাথায় রেখে এগোতে হচ্ছে।
আগুন লাগার কারণ কী?, কেন এত দ্রুত আগুন ছড়িয়ে পড়লো, ভবনে অ্যালার্ম সিস্টেম এবং স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর যন্ত্র ছিল কি না, ২০১৬ সালে ভবনটিতে সংস্কার কাজের ফলে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি তৈরি হয়েছিল কি না, আগুন লাগার পর ভবনে লোকজনকে অবস্থান করতে বলা সঠিক ছিল কি না এবং এধরনের অন্যান্য ভবনে ভবিষ্যতে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে কি না।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২ টা ৫৪ মিনিটে অগ্নিনির্বাপন বাহিনীর কাছে অগ্নিকাণ্ডের খবর যায়। বুধবার বিকেল পর্যন্ত আগুন নেভাতে কাজ করেছেন অগ্নিনির্বাপন কর্মীরা। ধারণা করা হচ্ছে ভবনটির চতুর্থ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তবে কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনো অজানা। ভবনটির ব্লকগুলো এমনভাবে করা হয়েছে যাতে কোনো ফ্ল্যাটে আগুন লাগলে এটি ছড়িয়ে না পড়ে এবং সেখানেই সীমাবদ্ধ থাকে। তবে সেটি যে হয়নি তা পরিষ্কারই দেখা যাচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, পুরো ব্লকে আগুন ছড়িয়ে পড়ার আগে ভবনটির একপাশে আগুনের লেলিহান শিখা বেড়েই চলছিল। অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞ এলভিন এডওয়ার্ডস জানিয়েছেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি একে ‘চিমনি প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছেন।
আগুন দেরিতে নিয়ন্ত্রণে আসার আরেকটি কারণ হচ্ছে লন্ডন ফায়ার ব্রিগেডের অগ্নিনির্বাপন গাড়িগুলো কর্মীদের কেবল ১০৫ ফুট উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে পারে। এ ধরণের পরিস্থিতিতে ২০ তলার উপরের লোকজনকে উদ্ধার করা রীতিমতো অবিশ্বাস্য।
ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ফায়ার ব্রিগেড ইউনিয়নের ম্যাট র্যাক জানিয়েছেন, ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থায় যে ত্রুটি ছিল তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ভবনটির সর্বশেষ সংস্কার চলাকালে এবং তার আগে স্থানীয় গ্রিনফেল অ্যাকশন গ্রুপ ভবনে গুরুতর অগ্নিকান্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন। ভবনে জরুরি পরিস্থিতিতে গাড়ি প্রবেশের বিষয়েও ছিল ব্যাপক কড়াকড়ি।
১৯৭৪ সালে নির্মিত ভবনটিতে আগুন লেগে গেলে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর ব্যবস্থা ছিল না। যুক্তরাজ্যের নতুন আইন অনুযায়ী, ৩০ ফুটের উর্ধ্বে সব ভবনে স্বয়ংক্রিয় পানি ছিটানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। অগ্নিকাণ্ডের পর ভবনটিতে সাইরেন বেজে ওঠেনি বলেও অনেক বাসিন্দা অভিযোগ করেছেন।
গত বছরের মে মাসে রেইডন কনস্ট্রাকশন ৮৬ লাখ পাউন্ড খরচ করে ভবনটির সংস্কার কাজ করেছে। এর মধ্যে জানালা পরিবর্তন থেকে শুরু করে দেয়ালে চুনকাম সবই অর্ন্তভূক্ত। অগ্নিনির্বাপন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে দুবাইতে ৭৯ তলার টর্চ টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছিল কেবল এই বহিঃআচ্ছাদনের কারণে।
গ্রিনফেল টাওয়ারের মতো আবাসিক ভবনগুলোতে আগুন লাগলে যেসব ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়েনি সেসব ফ্ল্যাটের বাসিন্দাদের বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, এসব ভবনে একটি ফ্ল্যাটে আগুন লাগলে তা ছড়ানোর সম্ভাবনা নেই। আর তাড়াহুড়া করে বের হলে হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনাও থাকে। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, আগুন লাগার কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের তাদের ফ্ল্যাটে অবস্থান করতে এবং অগ্নিনির্বাপন ইউনিট আসার আগ পর্যন্ত বের না হতে বলা হয়েছিল।