
রাজধানীর আব্দুল্লাহপুর, কোটবাড়ী রেললাইনের চেকপোষ্টে ২৪ বোতল বাংলা মদসহ মোঃ নুর আলম(১২) ও মোঃ সুমন(১৬)কে গ্রেফতার করেছে কর্তব্যরত পুলিশ। আজ বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয় তাদের। এই দুইজন ব্যাটারী চালীত অটোরিক্সা করে মদ সহ আব্দুল্লাহপুর থেকে আসার পথে তাদের সন্দেহভাজন হিসেবে তল্লাসী করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা পানীয় মদ হিসেবে নিশ্চিত হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
দক্ষিনখান থানার এএসআই মিলন শেখের নেতৃত্বে তার টিম এই দুই জনকে গ্রেফতার করা হয়। মিলন শেখের কাছে জানতে চাইলে তিনি ক্রাইমপেট্রোলকে জানান, “আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল কিন্তু আমরা এদের কোন নাগাল পাইনি। আজ সন্দেহভাজন হিসেবে এদের তল্লাসি করে ২৪বোতল মদ পাওয়া যায়। তারা এমন ভাবে এগুলো নিয়ে যাচ্ছিল তা দেখে সবার কাছে ব্যাটারীর এসিড পানি বলে মনে হবে।”
গ্রেফতারকৃত দুইজন উত্তরখানের ফজির বাতান এলাকার বাসিন্দা।