২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অভিযানে কাপড় আটক

অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের বিশেষ টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের আমদানিকৃত মালামাল মালিকবিহীন আটক করা হয়েছে।

বিজিবির দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গত বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার-২০০৮/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের একটি গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গুদাম ঘরে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থা হতে চোরাচালানে আমদানি করা মালমাল আটক করা হয়।

আটককৃত মালামাল গুলোর মধ্যে উন্নতমানের শাড়ী-২১৫ পিস, উন্নতমানের থ্রী পিস-১৩২ পিস, উন্নতমানের লেহেঙ্গা-০৫ পিস, ওড়না-২৬৭ পিস, , হুডি-১৬ পিস, জ্যাকেট-০৯ পিস, শাল চাদর-১৫ পিস, লম্বা গলার গেঞ্জি-৬৯ পিস এবং কিসমিস-১০০ কেজি। আটককরা মালামালের সিজার মূল্য ৩৬ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকা।

বৃহস্পতিবার( ৩ জুলাই) দুপুরে ২৫ বিজিবি সিও লে.কর্ণেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যেকোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।