২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি

সংসদ প্রতিবেদক : অগ্নিঝরা একাত্তরের ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তোফায়েল আহমেদ এ দাবি তোলেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ এ দাবি উত্থাপন করেন। এরপর সংসদনেতা শেখ হাসিনা তোফায়েল আহমেদের দাবিকে সমর্থন করেন।

তোফায়েল আহমেদ বলেন, আজকে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বাংলাদেশের গণহত্যা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠান ছিল। সেখানে ‘ক্রিয়েশনস অব বাংলাদেশ মিথস’ নামক পাকিস্তানের জুনায়েদ আহমেদের লেখা বইটিতে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও ৩০ লাখ শহীদসহ সবকিছুর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে।

তিনি আরো বলেন, ২৫ মার্চ নিয়ে যেহেতু বিরূপ প্রচার-প্রপাগান্ডা হচ্ছে। সেজন্য ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আমাদের চিহ্নিত করা উচিত এবং প্রতি বছর আমরা ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করব-এ প্রস্তাবটি আমি জাতীয় সংসদে রাখতে চাই। এমন বই প্রকাশ করার জন্য সংসদ থেকে নিন্দা জ্ঞাপন করেন তিনি।

এর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদনেতা শেখ হাসিনা ২৫ মার্চের বিভিন্ন দিক তুলে পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তান এখন এই বই লিখে তাদের কৃতকর্ম, গণহত্যা, মানুষকে গুলি করে মারার ঘটনাগুলোকে উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। তারা এসব লেখার সাহস কোথায় পেল। এই বই তারা (পাকিস্তান) ছাপিয়ে সেটা আবার বাংলাদেশে পাঠায়, এত বড় দুঃসাহস তাদের কোথা থেকে এলো, সেটাই আমাদের প্রশ্ন। এটা কোনোদিনই গ্রহণযোগ্য হবে না।

১৯৭১ সালের ২৫ মার্চ তারা (পাকিস্তান) গণহত্যা শুরু করেছিল। এ বিষয়টি নিয়ে আমি মনে করি, আমাদেরকেই উদ্যোগে নিতে হবে। ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। এর জন্য যথাযথভাবে একটি প্রস্তাব আমরা সংসদে আনতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও সব তথ্য দিয়ে এটার প্রচার করব এবং দাবি জানাব। যাতে করে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা হয়।

সংসদনেতার বক্তব্যের পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা অগ্নিঝরা মার্চের যেকোনো একদিন এ বিষয়টি সম্পর্কে আলোচনা করব।