২৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ২৬০ রান। শুক্রবার দ্বিতীয় দিনে মাত্র ৪ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৫৬ রান। স্টার্ক ৫৭ ও হ্যাজেলউড ১ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার প্রথম ওভারে শেষ উইকেটটি হারায় অসিরা।

অশ্বিনের করা প্রথম বলটি ডট হওয়ার পর দ্বিতীয় বল বাউন্ডারিতে পাঠান স্টার্ক। পরের দুটি বলে কোনো রান নিতে পারেননি স্টার্ক। পঞ্চম বলে আবারও স্টার্কের বড় শট। স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে জাদেজার হাতে ক্যাচ দেন ৬৩ বলে ৬১ রান করা স্টার্ক। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে এ পেসারের ব্যাট থেকে। এর আগে প্রথম দিন সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন ম্যাট রেনশ।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার উমেশ যাদব। ৩টি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। রবীন্দ্রর জাদেজা ২টি ও জয়ন্ত যাদব নেন ১ উইকেট।