২৬ জানুয়ারিকে বিশ্ব নৈতিকতা দিবস করার দাবি

সাংস্কৃতিক প্রতিবেদক : ২৬ জানুয়ারিকে বিশ্ব নৈতিকতা দিবস করার দাবি জানিয়েছে এথিকস ক্লাব।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবি জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে শিশুদের নৈতিকতাবিষয়ক শপথ গ্রহণ এবং ‘নৈতিকতা দেশপ্রেম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ ছাড়া আরো ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমেদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেনসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী।

অনুষ্ঠান শুরু হয় বাউল গানের মধ্য দিয়ে। এরপর গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার অবৈতনিক স্কুল এবং বাড্ডা প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রায় আড়াইশ শিশু শিক্ষার্থীদের মধ্যে সেলিনা হোসেন রচিত ‘রাসেলের জন্য অপেক্ষা’ শীর্ষক বই বিতরণ করা হয়। তারপর শিশুদের শপথ গ্রহণ শেষে শুরু হয় আলোচনা পর্ব। শিশুদের নৈতিকতাবিষয়ক শপথ করান কাজী খলীকুজ্জামান।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নৈতিকতা কখনো চাপিয়ে দিয়ে শেখানো যায় না, এর জন্য অনুশীলন জরুরি। পরিবার থেকেই মূলত এর অনুশীলন গড়ে ওঠে। তাই রাষ্ট্রের পাশাপাশি শিশুদের অভিভাবক এবং শিক্ষকদের এই বিষয়ে নজর দেওয়া উচিত।’

এ ছাড়া তিনি এথিকস ক্লাবের উদ্যোগের সাধুবাদ জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘শিশু অবস্থায় তাকে যেমন ইচ্ছা তেমনভাবে গড়ে তোলা যায়। এজন্য ছোটবেলা থেকেই শিশুর মধ্যে নৈতিকতা যাতে গড়ে ওঠে সে চেষ্টা করতে হবে।’

সঙ্গে সঙ্গে তিনি নৈতিকতা দিবস প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন।

এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় হলো বিশ্বব্যাপী শিশুদের ওপর নির্যাতন যেন বন্ধ হয় সেজন্য কাজ করা। পাশাপাশি আমরা দাবি জানাব, একটি দিনকে নৈতিকতা দিবস হিসেবে যেন স্বীকৃতি দেওয়া হয়, তাতে করে আমরা প্রতি বছর এই দিনে নতুন করে শপথ নিয়ে আবার উজ্জীবিত হওয়ার সুযোগ পাব।’