২৬ বছর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল সফরকারী পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আভাস দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয়টিতে তাদের হারিয়ে সে সম্ভাবনা ৫০-৫০তে নিয়ে আসে পাকিস্তান। আর গতকাল শেষ ওয়ানডেতে জিতে ২৬ বছর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল সফরকারী পাকিস্তান।

গায়নাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। চেনা মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ উইকেটে ২৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আমির-ইমাদ ওয়াসিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোর এর চেয়ে বড় করতে পারেনি স্বাগতিকরা। দলটির হয়ে শাই হোপ সর্বোচ্চ ৭১ এবং জ্যাসন মোহাম্মদ ৫৯ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন হাসান আলী ও ইমাদ ওয়াসিম।

জয়ের জন্য ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের অপরাজিত সেঞ্চুরিতে ৪১ বল ও ছয় উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থেকেও দাপটের সঙ্গেই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

১১১ বল মোকাবেলায় ১০১ রানে অপরাজিত ছিলেন মালিক। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। তার ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার। মোহাম্মদ হাফিজের সঙ্গে চতুর্থ উইকেট পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দেন। দু’জন মিলে স্কোরবোর্ডে ১১৩ রান তোলেন। এছাড়া ১৯ রানের জন্য সেঞ্চুরি পাননি হাফিজ।

ক্যারিবীয়দের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল দুটি উইকেট নেন। এছাড়া জেসন হোল্ডার, আন্দ্রে নার্স পান একটি করে উইকেট।