নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার ডিএমপির নিউজ পোর্টালে আরো উল্লেখ করা হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল ও ১৫৪ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিভিন্ন থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।