
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট জাহিদ ও তার চার সহযোগীকে আটক করেছে র্যাব। আটককৃত জাহিদের অন্য সহযোগীরা হলেন- পাপিয়া, ফেরদৌস, মুসা ও রফিক।
শুক্রবার দিবাগত রাতে তাদের উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটক করা হয়। শনিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।