চট্টগ্রাম : মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৯৩ রানে।
বাংলাদেশের স্পিনার অ্যাটাকে ধরাশায়ী ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। যার নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের অভিষেক ইনিংসেই মিরাজ নিয়েছেন ৬ উইকেট। বাকি দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট।
১৯৮৭ সালের পর এই প্রথম স্পিনারদের কাছে প্রথম ইনিংসে ১০ উইকেট হারাল ইংল্যান্ড। শেষবার পাকিস্তানের ফয়সলাবাদে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে তারা সবকটি উইকেট হারায় স্পিনে।
২৯ বছর আগে ইংল্যান্ড অলআউট হয় ২৯২ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার ইকবাল কাসিম। লেগ স্পিনার আব্দুল কাদির নেন ৪ উইকেট। অবশিস্ট ১ উইকেট নেন তৌসিফ আহমেদ। দুই পেসার আমির মালিক ও মুদাস্সার নজর কোনো উইকেট পাননি। অবশ্য দুই পেসার ইনিংসে বল করেছিলেন মাত্র ৮ ওভার!
পেস বোলিংয়ে এগিয়ে আছে বাংলাদেশও। বাংলাদেশের দুই পেসার শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বী বোলিং করেছেন ১৭ ওভার।