
মেহেরপুর প্রতিনিধি : জেলার গাংনী উপজেলার চককল্যাণপুরের অপহৃত কৃষক মোশারফ হোসেনকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল উপজেলার চেংগাড়া গ্রামের ‘সন্ত্রাসী’ মিন্টু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
এ সময় দুই অপহরণকারীকে পুলিশ আটক করে।
এরা হচ্ছে- গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মোমিনের ছেলে জিনারুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার আমঝুপি গ্রামের ঈমান আলীর ছেলে উমেদ আলী (২৮)। দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।
মিন্টু মিয়ার ঘরের একটি কক্ষে হাত ও চোখ বাঁধা অবস্থায় মোশারফ হোসেনকে রাখা হয়েছিল। তার সঙ্গে সার্বক্ষণিক পাহারায় থাকতো আটক হওয়া দুজন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেংগাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল গনির ছেলে মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের দুটি দরজার তালা ভেঙে ভেতরে হাত ও চোখ বাঁধা অবস্থায় মোশারফকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকেও হাতেনাতে আটক করা হয়।
দুই দিন ধরে ওই ঘরে চোখ বেঁধে আটকে রাখার কারণে মোশারফ হোসেন চোখে ঝাপসা দেখছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গাংনী থানার ওসি আরো বলেন, আটক দুজন চিহ্নিত সন্ত্রাসী। তারা অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি ও বোমাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই চক্রের মূলহোতা মিন্টু মিয়া অভিযানের কিছুক্ষণ আগে সেখান থেকে সটকে পড়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
মোশারফ হোসেন বলেন, তাকে খেতে দেওয়া হলেও মারধর করা হতো। এ সময় তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার রাতে গ্রামের মাঠে ঘাসখেতে সেচ দেওয়ার সময় দুর্বৃত্তরা কৃষক মোশারফ হোসেনকে অপহরণ করে। এ সময় মোশারফের সঙ্গী আলফাজ উদ্দীনকে মারধর করে ফেলে রেখে যায় অপহরণকারীরা।