২ ওভারে ৩ রানে ৫ উইকেট!

ক্রীড়া ডেস্ক : অসাধারণ বোলিংয়ে রেকর্ড বুকে নাম লেখালেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম বল করে ৫ উইকেট নেই আর কারও।

রশিদের দুর্দান্ত বোলিংয়েই কাল আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে আফগানরা। সেই সঙ্গে টানা টি-টোয়েন্টি জয়ে বিশ্ব রেকর্ডটা বাড়িয়ে নিয়েছে দশ ম্যাচে।

ভারতের বৃহত্তর নয়দায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তুলেছিল আফগানিস্তান। মাত্র ৫৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রান করেন নাজিব তারাকাই। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন মোহাম্মদ নবী।

জবাবে আয়ারল্যান্ড ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে ফেলেছিল। এরপরই বৃষ্টিতে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১১ রান। যেটি শেষ ৪ ওভারে দাঁড়ায় ৪৩ রানে। ম্যাচের এমন সমীকরণেই প্রথম বল হাতে নেন রশিদ। নিজের প্রথম ওভারে তিনি ৩ রান তুলে নেন ২ উইকেট।

আফগান লেগ স্পিনারের পরের ওভারটি আরো বিধ্বংসী। এই ওভারে কোনো রান না দিয়েই নেন ৩ উইকেট, ট্রিপল-উইকেট মেডেন! আয়ারল্যান্ডও ম্যাচ থেকে ছিটকে পড়ে সেখানেই। ম্যাচে রশিদের বোলিং ফিগার ২-১-৩-৫!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কম ওভারে ৫ উইকেট

বোলার ওভার মেডেন রান উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
রশিদ খান (আফগানিস্তান) ২.০ ১ ৩ ৫ আয়ারল্যান্ড নয়দা ২০১৭
উমর গুল (পাকিস্তান) ২.২ ০ ৬ ৫ দ. আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০১৩
উমর গুল (পাকিস্তান) ৩.০ ০ ৬ ৫ নিউজিল্যান্ড ওভাল ২০০৯
রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ৩.৩ ২ ৩ ৫ নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৪
*৩.৫ ওভার বোলিং করে ৫ উইকেট আছে তিনজনের- ড্যারেন স্যামি, রায়ান ম্যাকলরেন, ইমরান তাহির।