২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশা পড়তে থাকে। কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে দুটি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।