
বিনোদন ডেস্কঃ তরুন শিল্পী জেফার রহমান প্রায় দুই বছর আগে ২০১৯ সালের শেষ দিকে সর্বশেষ গান বের হয়েছিল তার। এর পর বহুদিন গানের জগতে দেখা মেলে নি তার। এর আগে ‘ন ডরাই’ সিনেমায় ব্যবহৃত ‘হারব না’ গানটি তার শেষ গাওয়া গান। অবশেষে দীর্ঘ ২ বছর পর আবারও গানে ফিরলেন জেফার।
এছাড়া ‘ন ডরাই’ সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসারও ছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিলেন, ‘হারব না’ গানটি থেকে অনেক সাড়া পেয়েছি। এরপর নতুন করে কোনো গান প্রকাশ করিনি। তবে বেশ কিছু গান প্রস্তুত করে রেখেছি যেগুলো সামনে রিলিজ দেব’।
সেই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। গানের শিরোনাম ‘অজানা’। জেফার ও রিয়াসাত আজমির কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রায়হান মাহবুব রাশা এবং মিক্স ও মাস্টার করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানটিতে জেফারের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘আরেকটা রক ব্যান্ড’ এর লিড ভোকালিস্ট রিয়াসাত। গান ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে এ দুজনকে। ভিডিওটি পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ।
জেফার রহমান বলেন, ‘আমি খুব দ্রুত গান প্রকাশ করতে পারি না। আমার একটু সময় লাগে। সর্বশেষ ‘হারব না’ গানটি থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। এরপর বেশ কিছু নতুন গান রেডি করেছি যেগুলো শিগগিরই প্রকাশ করব’।
তিনি আরও বলেন, ‘নতুন এই গানটির মধ্যে ইন্টারেস্টিং কিছু ব্যাপার রয়েছে যা শ্রোতাদর্শকরা দেখলে বুঝতে পারবেন। আমি এর আগে কখনো গল্পভিত্তিক ভিডিও করিনি, এবারই প্রথম। খুব সুন্দর ও ইন্টারেস্টিং গল্প নিয়ে এই ভিডিওটি তৈরি করা। ভিডিওর শেষে দর্শকরা টুইস্টও পাবেন। আর এবারই প্রথম আমি কোনো অন্য ব্যান্ডের সঙ্গে কাজ করেছি। সেদিক থেকে ‘আরেকটা রক ব্যান্ড’ এর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। এছাড়া দর্শকরা আমাকে একটু অন্যভাবেই দেখবে, যেভাবে আগে দেখেনি। আশা করছি সবাই বেশ উপভোগ করবেন’।
জেফার জানান, আজ পয়লা অক্টোবর তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি অবমুক্ত হয়েছে। এছাড়াও গানটি পাওয়া যাবে স্পটিফাই ও আইটিউনসে।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ জেফার রহমান, যিনি একাধারে সংগীতশিল্পী ও ইউটিউবার। ইংরেজি গান গেয়েই মূলত আলোচনায় আসেন তিনি।
বিশ্বব্যাপী ইউটিউবে একটু একটু করে চলা শুরু করলেও বাংলাদেশে তখনও এই মাধ্যম খুব একটা পরিচিত হয়ে উঠেনি। সে সময়েই ইউটিউবে গান প্রকাশ করতেন এই গায়িকা। সেদিক থেকে, তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান।