এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর পূর্বাচল এলাকা থেকে লবণ বোঝাই একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাব-১,উত্তরার একটি দল। আটককৃতরা হলেন-কাভার্ড ভ্যানচালক মানিক মিয়া (২৭), ট্রাকচালক মো. মাসুম মিয়া (৪০) হেলপার মো. আরিফ (২২) ও মো. আব্দুল খালেক (২৮)। আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবী করছে র্যাব। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ২১ লাখ টাকা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পূর্বাচল এলাকা থেকে দুই চালক ও দুই সহযোগী সহ মোট ৪জনকে আটক করে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর আইন ও গনমাধ্যম শাখার সিনিয়র এএসপি (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে আজ বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেসব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব কথা বলেন।
র্যাবের এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-১,উত্তরার কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম,র্যাবের আইন ও গনমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রইসুল আযম মনি সহ অন্যান্য র্যাব কর্মকর্তা।
মুফতি মাহমুদ খান বলেন, মঙ্গলবার রাতে র্যাবের কাছে গোপন খবর ছিল যে, কোরবানির ঈদকে সামনে রেখে ইয়াবা পাচারকারীরা কক্সবাজার থেকে লবণ বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-২৯২৭) ও একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০২৮০) ২টি গাড়িতে ইয়াবার বড় একটি চালান রাজধানীতে নিয়ে আসছে। এমন খবরে র্যাব ট্রাক ও কাভার্ডভ্যানটি শনাক্ত করে জব্দ করে। পরে কাভার্ডভ্যানের সামনের অংশে বিশেষ কায়দায় বানানো বক্সে লুকানো অবস্থায় ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা এবং ট্রাকের অতিরিক্ত চাকার মধ্যে লুকানো অবস্থায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৭ কোটি ২১ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঢাকার কেরানীগঞ্জে লবণ নামানোর পর বসিলা এলাকায় কাভার্ড ভ্যান থেকে বিশেষভাবে রাখা ইয়াবাগুলো বের করে তিনজনের সহায়তায় বিভিন্ন স্থানে পাঁচ মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করারা টার্গেট ছিলো তাদের। তবে, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে সোচ্চার রয়েছে। মাদকের গড ফাদারসহ সব পর্যায়ের ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবের কাছে স্বীকার করে যে, তারা ছদ্মবেশি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে। ২৮ জুলাই টেকনাফ থেকে লবণ বোঝাই করে ঢাকার পথে রওনা দেয়। পথে চটোরিয়ায় একটি ওয়ার্কশপে নিয়ে কাভার্ডভ্যানের সামনের আলাদা একটি বাক্স তৈরি করে। সেখানেই তারা ইয়াবা বহন করে নিয়ে আসছিল। তাদের পরিকল্পনা ছিল ট্রাকটি আইনশৃঙ্খলাবাহিনী ধরলে যাতে কাভার্ডভ্যানটি ধরতে পারবেনা। এতে তারা সহজেই পার হয়ে যেতে পারে।
সংবাদ সম্মেলনে র্যাব আরো জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে। পরে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-২৯২৭) ও একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০২৮০) সহ ২টি গাড়ি জব্দ করেছেন। এব্যাপারে আটককৃতদের বিরুদ্বে মাদক আইনে মামলা সহ আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


