আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের হামলায় দুই শতাধিক কুর্দিযোদ্ধা নিহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সিরিয়ার আলোপ্পোর কাছে মারাত উম হাউশে ১৮টি স্থানে বিমান হামলা চালিয়েছে তুর্কি যুদ্ধবিমান। সামরিক সূত্রের বরাত দিয়ে আরো বলা হয়েছে, বুধবার রাতের এ হামলায় ১৬০ থেকে ২০০ জন কুর্দিযোদ্ধা নিহত হয়েছে।
সিরিয়ায় কুর্দিবাহিনী পিপল’স প্রকেটশন ইউনিট (কুর্দি ভাষায় সংক্ষেপে ওয়াইপিজে)-এর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় তুর্কিবাহিনী। তবে হতাহতের সংখ্যা নিয়ে দ্বিতম পোষণ করেছে ওয়াইপিজে। তাদের দাবি, তুর্কি বাহিনীর হামলায় ১০ জনের মতো যোদ্ধা নিহত হয়ে থাকতে পারেন।
এদিকে, লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওয়াইপিজের নয় সদস্য নিহত হয়েছে- এটি নিশ্চিত। এতে আহত হয়েছে অন্ততপক্ষে ২৬ জন। কুর্দিযোদ্ধাদের ওপর কমপক্ষে ২০ বার হামলা চালানো হয়।
আনাদোলুর খবরে আরো বলা হয়েছে, ওয়াইপিজের হেডকোয়ার্টার, রসদ সংরক্ষণ ভবন, বৈঠকখানাসহ নয়টি ভবন এ হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
খবরে দাবি করা হয়, তুরস্কের সমর্থনে থাকা সিরীয় বিদ্রোহীদের ওপর হামলা চালায় ওয়াইপিজে। তবে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।