
দুই হাজার টাকায় লাইসেন্স করতে পারবেন না রিকশাচালকরা। রিকশাচালকরা বলেন, এমন সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে। না হলে আমরা রিকশা চালাব না।
এ দাবিতে তারা ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। না হলে রিকশাচালকরা পেশা পরিবর্তনের হুমকি দেন। সরকারকে এ ব্যাপারে জরুরি হস্তক্ষেপ নেওয়ার জন্য তারা অনুরোধ জানান।
ধামরাই পৌর শহরে চলাচলকারী কয়েক হাজার রিকশার চালকরা কোনো প্রকার পূর্ব নোটিশ বা ঘোষণা ছাড়াই সোমবার ভোর ৬টা থেকে রিকশা চালানো বন্ধ করে দেন। তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ও মহাসমাবেশ ডাকেন।
ধামরাই পৌর শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল করে পৌরসভার প্রশাসনিক বিভাগে স্মারকলিপি দিয়ে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে সমাবেশ করেন রিকশাচালকরা।
সমাবেশে রিকশাচালকরা বলেন, আমরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কিছু টাকা আয় রোজগার করি। তা দিয়ে কোনোমতে সংসারের ঘানি টানি। তার ওপর ২০০০ টাকা দিয়ে একজন রিকশাচালককে লাইসেন্স করা মানেই মড়ার উপর খাঁড়ার ঘা।
এমনিতেই আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার ওপর ২০০০ টাকা দিয়ে লাইসেন্স করার জন্য পৌরসভা ও উপজেলা প্রশাসনের চাপ। আমরা এত টাকা দিয়ে লাইসেন্স করতে পারব না।
এদিকে রিকশাচালকদের এ কর্মসূচির কারণে সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মস্থলে যেতে প্রতিবন্ধকতার মুখে পড়েন সাধারণ মানুষ। ফলে মানুষ অতিকষ্টে হেঁটে এবং বাইসাইকেলে কোনোমতে স্বল্পপাল্লার যাতায়াত রক্ষা করেন। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের জন্য স্থানীয় পৌরসভা ও উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।
পোশাক শ্রমিক ইতি ঘোষ জানান, রিকশা একটি গুরুত্বপূর্ণ বাহন। আমরা যারা চাকরিজীবী তারা প্রতিদিন সকালে রিকশা করে মহাসড়কে স্টাফ বাসে চলাচল করি। কাজ শেষে রিকশাযোগে বাসায় ফিরে আসি। এখন আমরা মহাবিপাকে পড়ে গেছি। দ্রুত এ সমস্যার সমাধান করা অপরিহার্য। এজন্য উপজেলা প্রশাসন ও পৌরসভাকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, রিকশা ছাড়া স্বল্পপাল্লার যাতায়াত সম্পূর্ণ অচল। রিকশার অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে আমরা যারা চাকরিজীবী তারা রিকশা করে কর্মস্থলে স্টাফ বাসে গিয়ে উঠি। আমরা এর দ্রুত সমাধান চাই।
রিকশাচালক মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দিনভর শরীরের রক্ত পানি করে এবং মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালাই; যা কিছু আয়-রোজগার করি তা দিয়ে কোনোমতে সংসার চালাই। এর মধ্যে লাইসেন্স করার জন্য ২০০০ টাকা জমা দিতে হবে। এমন সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে। না হলে আমরা রিকশা চালাব না। অনির্দিষ্টকালের জন্য রিকশা ধর্মঘট চলবে।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন আহমেদ অনিকের দুটি দপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।