২-০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ

কয়েকদিন আগেই ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো টুর্নামেন্টে জিতে মর্যাদার শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এ শিরোপা জয়ের স্মৃতিটা সতেজ থাকতেই বিশ্বকাপ বাছাইয়ে তাদের হতাশায় ডুবিয়েছে সুইজারল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। বাসেলে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

পতুর্গিজদের দুঃস্বপ্নের রাতে  মঙ্গলবার সেন্ট জ্যাকব পার্কে দলের সেরা তারকা রোনালদোর অভাবটা ভালোই টের পেয়েছে পর্তুগাল সমর্থকরা। আক্রমনভাগে রিয়াল মাদ্রিদ এই তারকার অনুপস্থিতিতে খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুইজারল্যান্ড। ম্যাচের ২৩ মিনিটে এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ম্যাচের ৩০ মিনিটের সময় মেহমেদির গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পরে পর্তুগিজরা।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন গড়ে গোলের দেখা পায়নি পর্তুগাল। এ সময় বেশ কিছু সুযোগ আসলেও সেগুলো গোলে পরিনত করতে পারেনি সুইজারল্যান্ডও। শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায়  ২-০ গোলের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে।

একই দিনে বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে বেলারুশের বিপক্ষে গোল শূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। অপর ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম।