৩য় ধাপে খানসামা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে সহিদুজ্জামান শাহ্ নির্বাচিত

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা, দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুর জেলার খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সহিদুজ্জামান শাহ্ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এটিএম সুজাউদ্দিন শাহ্ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পলি রায় নির্বাচিত হন।

গত ২৯ শে মে বুধবার সকাল- ৮:০০ টা থেকে বিকাল- ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা রিটার্নিং অফিসার রাত সাড়ে ৮ টার সময় নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে জানান, চেয়ারম্যান পদে সহিদুজ্জামান শাহ্ (আনারস) ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাকেশ গুহ (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৪৭৮ ভোট।

চেয়ার‌ম্যান পদের বিপরীতে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৫২ দশমিক ৯৪ শতাংশ। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এটিএম সুজাউদ্দিন শাহ্ (উড়োজাহাজ) ৩৪ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দি ধীমান চন্দ্র দাস (তালা) পেয়েছেন ২৬ হাজার ৫৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পলি রায় (ফুটবল) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছাঃ মনজিল আফরোজ পারভীন (কলস) পেয়েছেন ২৪ হাজার ৪৬১ ভোট। খানসামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন।