
নিজস্ব প্রতিবেদক : কোস্টগার্ড, জেলা প্রশাসন ঢাকা ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় পুরান ঢাকার চক মুগলটুলি এলাকার আল সাহানী মার্কেট এর আন্ডারগ্রাউন্ডে। প্রায় আটটি দোকান থেকে ২৫২ বস্তায় প্রায় ১ কোটি ৬৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কমান্ডার সাখাওয়াত কবির ও সাব লেফট্যানেন্ট মমতাজুল আসিফ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেম।